পটুয়াখালীর ৩২ বছর বয়সী রুমা আক্তার দীর্ঘদিন ধরে তীব্র কোমর ও হিপ জয়েন্টের ব্যথায় ভুগছিলেন। হাঁটা, বসা, সিঁড়ি ভাঙা — এমনকি সাধারণ দৈনন্দিন কাজগুলোও তাঁর জন্য হয়ে উঠেছিল অত্যন্ত কষ্টকর।
ড. ফয়সল আমিন আহমেদ এর দক্ষ তত্ত্বাবধানে সম্প্রতি তাঁর বাম পায়ের হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনের পর রুমা আক্তার এখন সেই পায়ে ভর দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন, যা তাঁর জীবনে এক নতুন আশার আলো এনে দিয়েছে।
কয়েক দিনের মধ্যেই তাঁর ডান পায়ের হিপ রিপ্লেসমেন্টও সম্পন্ন হবে। সবকিছু ঠিকভাবে সম্পন্ন হলে রুমা আক্তার খুব দ্রুতই ব্যথামুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, ইনশাআল্লাহ।