আমাদের শরীরের জয়েন্ট বা সংযোগস্থলগুলোকে স্থির রাখতে এবং মুভমেন্ট নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লিগামেন্ট (Ligament) — যা মূলত শক্তিশালী ফাইবার টিস্যু দিয়ে তৈরি। তবে হঠাৎ পড়ে যাওয়া, মোচড় খাওয়া বা খেলার সময় অতিরিক্ত চাপ পড়লে এই লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে বা আঘাত পেতে পারে। একেই বলে লিগামেন্ট ইনজুরি।
লিগামেন্ট ইনজুরি কী❓
লিগামেন্ট ইনজুরি মানে হচ্ছে জয়েন্টের দুইটি হাড়কে সংযুক্ত করে রাখা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, টান পড়া বা আঘাতপ্রাপ্ত হওয়া। এটি হাঁটু, গোড়ালি, কবজি বা কাঁধে বেশি হয়ে থাকে।